Tuesday, November 18, 2025

ঢাবিতে প্রথমবারের মতো ‘ভিশনএক্স ২০২৫’

আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া ও শিল্পখাতের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) আয়োজনে ঢাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম এআই-পাওয়ারর্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ- ‘ভিশনএক্স ২০২৫’ জাতীয় প্রতিযোগিতা।

আগামী শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড, উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান। এতে সারাদেশের সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ৩৫টিরও বেশি টিম অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় আরও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।

আরও পড়ুনঃ  ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

প্রতিযোগিতার টাইটেল স্পনসর হলো ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকা পোস্ট।

প্রতিযোগিতা দুটি মূল ট্র্যাকে অনুষ্ঠিত হবে বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন; যেখানে অংশগ্রহণকারীরা তাদের ১৯টি এআই-প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবেন। অপরদিকে প্রজেক্ট শোকেসিং-এ প্রদর্শিত হবে ২২টি উদ্ভাবনী এআই প্রযুক্তিনির্ভর সমাধান।

প্রত্যেক ট্র্যাকের জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা আছে চ্যাম্পিয়ন দলের জন্য এক লাখ টাকা ও ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে দুই দিনের ব্যাংকক ভ্রমণ, প্রথম রানার-আপ দলের জন্য ৮০ হাজার টাকা ও কক্সবাজার ভ্রমণ এবং দ্বিতীয় রানার-আপ দলের জন্য ৫০ হাজার টাকা ও কক্সবাজার ভ্রমণ।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

চূড়ান্ত রাউন্ডের দিনই আয়োজিত হবে বিশেষ প্যানেল আলোচনা যার শিরোনাম- ‘ইমপ্যাক্ট অব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অন দ্য সোসিও-ইকোনমিক গ্রোথ অব বাংলাদেশ’। আলোচনাটি পরিচালনা করবেন ঢাবির সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।

প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ও সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. এম. সোহেল রহমান, বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন এবং বিডিআরইএন-এর সিইও মোহাম্মদ তৌরিত।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, গেস্ট অব অনার হিসেবে থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করবেন ঢাবির সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

বিকেলে অ্যাওয়ার্ড গিভিং অ্যান্ড ক্লোজিং সেরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ