Tuesday, November 18, 2025

১৭১ রানের ইনিংস খেলেও যে আক্ষেপ জয়ের

আরও পড়ুন

১৬৯ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। অনেকের প্রত্যাশা ছিল হয়তো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যাবেন তিনি। তবে তৃতীয় দিনের শুরুতে আজ আর মাত্র ২ রান যোগ করেই ব্যক্তিগত ১৭১ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরির মাইলফলকে রূপ দিতে পারেননি। যা নিয়ে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন।

ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সিলেটে। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। যদিও দিন শেষে আফসোসের কথাই শোনালেন। জয় বলেন, ‘হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারতাম। আমি বলব, একটু হতাশ যে শেষ পর্যন্ত পারিনি।’

আরও পড়ুনঃ  যখনই ব্যাটিংয়ে নামেন, খুব আক্রমণাত্মক খেলেন- শান্তকে নিয়ে জয়

জয় সর্বশেষ অর্ধশতক পেয়েছিলেন ২০২৩ সালে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আসে ২০২২ সালে। বলা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনটা রাঙালেন জয়, ‘সব মিলিয়ে বলব, আমি খুশি। কারণ অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত। ওই দিক থেকে একটু হতাশ।’

এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চুরি আত্মবিশ্বাস জুগিয়েছে জয়কে, ‘আসলে এনসিএল টি-টোয়েন্টির সেঞ্চরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও যেন একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ