টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে রানের মধ্যেই রয়েছেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি আবারো ফিরে এসেছেন টেস্ট ক্রিকেটের নেতৃত্বে। নতুন করে দলের দায়িত্ব নেওয়ার পরই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন শান্ত।
শান্তর এমন ইনিংসকে ‘আক্রমণাত্মক ব্যাটার’ আখ্যা দিয়েছেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি শান্তর ইনিংস নিয়ে কথা বলেন। চার নম্বরে নেমে বাংলাদেশ অধিনায়ক ১১৪ বলে ১৪ চারে ১০০ রান করেন। এর আগে জয়ের ১৭১ রানের ইনিংস এবং মুমিনুল হক ও সাদমান ইসলামের পর লিটন দাসের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ দেশের মাটিতে রেকর্ড ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে।
জয় বলছিলেন, ‘দেখেন, উনি (শান্ত) যখনই ব্যাটিংয়ে নামেন, খুব আক্রমণাত্মক খেলেন। আমরা যখন ওপেনিংয়ে ভালো শুরু দিই, তখন লেট অর্ডারের মতো যারা আসে, মুশফিক ভাই, শান্ত ভাই- তাদের জন্য সহজ হয়ে যায়। তখন স্কোরিংয়ের অপশনও বেড়ে যায়। আমি বলব, ওনার ইনিংসটা ছিল দারুণ।’
ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়েই সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। টাইগাররা যদি দিনের দ্বিতীয় সেশন শেষে ইনিংস ঘোষণা করতো, তবে তৃতীয় দিনেই হয়তো ফল মিলতো। এ নিয়ে জয় বলেন, ‘আজকে খুব ভালো শেষ হয়েছে। শেষের দিকে তাইজুল ভাই, মুরাদ খুব ভালো ফিনিশ করেছে। কাল সকালে যদি একটা-দুইটা উইকেট নিতে পারি, তাহলে ওদের লেট অর্ডার চলে আসবে। তখন আরো সহজ হবে, হয়তো কালকের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সুযোগ থাকবে।’
তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। এখনো তারা ২১৫ রানে পিছিয়ে। ম্যাচের পরিস্থিতি বলছে, বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে।

